Sunday, January 08, 2012
ইরানে 'হালাল' নেটওয়ার্ক চালু
ইন্টারনেট ব্যবহারের জন্য 'হালাল' নামে নতুন নেটওয়ার্ক ব্যবস্থা চালু করেছে ইরান। পরীক্ষামূলক চালু হওয়া এই নেটওয়ার্কে ইসলামী সংস্কৃতি বিরুদ্ধ এবং দেশটির জন্য হুমকি স্বরূপ সাইটে প্রবেশ করতে পারবে না ব্যবহারকারীরা। এর ফলে জনপ্রিয় বিভিন্ন সামাজিক যোগাযোগ সাইটসহ বিদেশি বিভিন্ন সংবাদভিত্তিক সাইট ও রাজনৈতিক ওয়েবে প্রবেশাধিকার পাবে না দেশটির ইন্টারনেট ব্যবহারকারীরা। বিভিন্ন রাজনৈতিক সাইটগুলো ও ভিপিএন বল্গক করা হয়েছে। ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক [ভিপিএন] বল্গক করায় ব্যবহারকারীরা সামাজিক যোগাযোগ সাইট ফেসবুক, টুইটার, ভিডিও শেয়ারি সাইট ইউটিউব ব্যবহার করতে পারছে না। ওয়াল স্ট্রিট জার্নাল প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই নেটওয়ার্কটি পুরোপুরিভাবে চালু হবে। তবে পরিমার্জিত এই নেটওয়ার্ক বেশ দুর্বল বলে অভিযোগ উঠেছে। দেশটির অর্থনীতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী আঘা মোহাম্মাদি জানান, যুক্তরাষ্ট্র প্রভাবিত ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের যাচ্ছেতাই ব্যবহার রোধ ও ইসলামিক কনটেন্ট প্রকাশ করতে এমন ঘোষণা দেয় ইরান। ইসলামিক নিয়মনীতি অনুসরণ করে এই ইন্টারনেট ব্যবস্থা আনা হয়েছে। এটি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের সঙ্গে যোগাযোগ এবং ব্যবসা-বাণিজ্যে সংযোগ স্থাপন করবে। এটা হবে সত্যিকারের হালাল নেটওয়ার্ক, যাতে মুসলমানদের নৈতিক ও মানবিক মূল্যবোধ সুরক্ষিত থাকবে। বর্তমানে ইরানে প্রায় ২ কোটি ৩০ লাখ ইন্টারনেট ব্যবহারকারী রয়েছে।


12:58 am
Sohel

Posted in:
0 comments:
Post a Comment