online earning

Sunday, January 08, 2012

বিদায়ী বছরে নোবেল বিজয়ীরা

যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও কানাডার তিন বিজ্ঞানী যৌথভাবে গত বছর চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার পেয়েছেন। মানবদেহের রোগ প্রতিরোধ ব্যবস্থা বা ইমিউন সিস্টেমকে আরও স্পষ্ট করে বোঝার ক্ষেত্রে সফল গবেষণার জন্য তারা এ পুরস্কার পেলেন। গত বছর ৩ অক্টোবর সুইডেনের রাজধানী স্টকহোমে নোবেল কমিটি নোবেল বিজয়ী হিসেবে এ তিনজনের নাম ঘোষণা করে। বিজয়ীরা হলেন_ যুক্তরাষ্ট্রের বরুস বাটলার, কানাডার রাল্ফ স্টেইনম্যান ও লুক্সেমবার্গের বংশোদ্ভূত ফরাসি নাগরিক জুলস হফম্যান। তাদের এ গবেষণা ক্যান্সার ও অন্যান্য জটিল রোগ নিরাময়ের নতুন সম্ভাবনা খুলে দিয়েছে। তাছাড়া এ গবেষণা চিকিৎসাবিজ্ঞানকে এগিয়ে নিয়ে যাবে। তাদের গবেষণা সংক্রমণ, ক্যান্সার ও হাঁপানিসহ বেশকিছু রোগের চিকিৎসা প্রতিরোধ ব্যবস্থা গড়ার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে। পুরস্কার ঘোষণার তিনদিন আগে অগ্ন্যাশয়ের ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান স্টেইনম্যান। নোবেল কমিটির নিয়ম অনুযায়ী কাউকে মরণোত্তর নোবেল পুরস্কার দেওয়া হয় না। কিন্তু নোবেল কমিটি যখন চিকিৎসাশাস্ত্রে এই তিন বিজ্ঞানীকে বিজয়ী হিসেবে ঘোষণা করে, তখন তারা জানত না যে স্টেইনম্যান মারা গেছেন। নাম ঘোষণার পর কমিটি তার মৃত্যুর খবর জানতে পারে। এরপর কমিটির সদস্যরা বৈঠক করে স্টেইনম্যানকে নোবেল পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত বহাল রাখেন।

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India