online earning

Tuesday, October 23, 2012

গরু

১. দুনিয়ায় গরু আছে প্রায় ৯২০ প্রজাতির। পাঁচ হাজার বছর ধরে গরু মানুষের পোষা প্রাণী।

২. পাঁচ মাইল দূর থেকেও গন্ধ শুঁকে কোনো কিছু শনাক্ত করতে পারে গরু।


৩. দুধ নেওয়ার সঙ্গে সঙ্গে গরুর দুধের তাপমাত্রা থাকে ১০১ ডিগ্রি ফারেনহাইট। কারণ গরুর গায়ের তাপমাত্রাও ১০১ ডিগ্রি ফারেনহাইট।

৪. কাদার মধ্যে ঘোড়ার চেয়ে জোরে ছুটতে পারে গরু।

৫. জাবর কাটা প্রাণীদের মধ্যে গরু অন্যতম। খাওয়ার চেয়ে জাবর কাটায় বেশি সময় দেয় গরু। দিনে ছয় ঘণ্টা খায় আর আট ঘণ্টা জাবর কাটে। মিনিটে জাবর কাটে ৪০বার।

৬. গরুর একটাই পাকস্থলী। তবে চারটা আলাদা হজম থলে রয়েছে। সবচেয়ে বড় থলে রুমেন। খাবার হজম হয় এ থলে থেকেই। রেটিকুলাম থলেতে জমা হয় খেয়ে ফেলা শক্তপোক্ত জিনিস। ওমাসাম থলে ছাঁকনি হিসেবে কাজ করে। আর চতুর্থ থলে অ্যাবোমাসাম কাজ করে মানুষের পাকস্থলীর মতো।

৭. কামড়ানো বলতে যা বোঝায়, সেটা গরু পারে না। কারণ গরুর ওপরের পাটিতে দাঁতনেই।

৮. সাধারণত ২৫ বছর বাঁচে গরু। গরুর শিংয়ের বৃত্ত গুনে বয়স বের করা যায়। যতটা বৃত্ত তত বছর বয়স।

৯. দিনের মধ্যে ১৪ বার গরু ওঠাবসা করে।

১০. নেদারল্যান্ডসের ফ্রাইসল্যান্ডে গরু আর মানুষের সংখ্যা সমান।

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India