online earning

Monday, December 12, 2011

Hollywood and BollyWood Top Ten


 বিনোদন বিভাগে এখন থেকে নিয়মিতভাবে প্রতি সপ্তাহের টপচার্ট দেওয়া হবে। হলিউড ও বলিউডের বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য অবলম্বনে এই টপচার্ট দেওয়া হবে।

মিউজিক টপচার্ট

হলিউড।

১.উই ফাউন্ড লাভ
রিহানা ফিচারিং কেলভিন হ্যারিস।
২.সেক্সি এন্ড আই নো ইট।
৩.ইট উইল রেইন।
ব্রুনো মারস
৪.মুভস্ লাইক জ্যাগার
৫. ম্যরনফিচারিং ক্রিস্টিনা অ্যাগুয়েরা।

দ্য বাজ এর হিসাবে টপ হট সং এর তালিকায় আছে রিহানার ‘উই ফাউন্ড লাভ’, কেটি পেরির ‘দ্য ওয়ান দ্যাট গট অ্যাওয়ে’, লেডি গাগা’র ‘ম্যারি দ্য নাইট’,এলএমএফএও এর ‘সেক্সি দ্যাট আই নো ইট’, রিহানার ‘টক দ্যাট টক’ ,অ্যাডেল এর ‘সামওয়ান লাইক ইউ’।
বছরের টপ আর্টিস্ট হিসাবে তালিকায় চলে এসেছেন অ্যাডেল এবং নতুন আর্টিস্ট হিসাবে উঠে এসেছেন ওয়াইজ খলিফা।

বলিউড

১. শ্রেয়া ঘোষাল এবং বাপ্পী লাহিড়ীর গাওয়া দ্য ডার্টি পিকচার ম্যুভির ‘ও লা লা’ গানটি সপ্তাহের প্রথম সারিতে আছে।
২.এ.আর রাহমানের মিউজিকে রক স্টার ম্যুভির “সাদ্দা হক”গানটি দ্বিতীয় অবস্থানে আছে।
৩.ডার্টি পিকচারের ‘ইশ্ক সুফিয়ানা’।
৪.রক স্টার ম্যুভির “কিউ ফেয়া কিউ”।
৫.প্রীতম এর মিউজিকে দেশী বয়েজ মুভির “সুবহা না হনে দে” গানটি শীর্ষ পাাঁচে আছে।

ম্যুভি টপ চার্ট।

হলিউড।
১.নিউ ইয়ারস্ ইভ। ডিরেক্টর গ্যারি মার্শাল।
২.দ্য সিটার।ডিরেক্টর ডেভিড গর্ডন গ্রিন।
৩.দ্য টুইলাইট সাগা : ব্রেকিং ডাউন পার্ট ১।ডিরেক্টর বিল কনডন।
৪.দ্য মাপেটস্ ।ডিরেক্টর জেমস্ ববিন।
৫.আর্থার ক্রিস্টমাস।ডিরেক্টর সারা স্মিথ।

বলিউড।

১.ডার্টি পিকচার-ডিরেক্টর মিলন লুথরিয়া
২.দেশী বয়েজ-ডিরেক্টর রোহিত ধাওয়ান
৩.আই অ্যাম সিং-ডিরেক্টর পুনিত ইসার
৪.রকস্টার-ডিরেক্টর ইমতিয়াজ আলী
৫.রা-ওয়ান-ডিরেক্টর অনুভব সিনহা

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India