online earning

Friday, December 16, 2011

দোয়া কবুল হওয়ার উপযুক্ত সময়

* আজানের সময়। (আবু দাউদ, দারেমী)
* আজানের পর হতে নামাজের এক্বামতের পূর্ব পর্যন্ত। (তিরমিযী)
* জুম্আর খুতবার হতে নামাজ শেষ না হওয়া পর্যন্ত। (মুসলিম)
* জুম্আর দিন আসর হতে সূর্যাস্তের পূর্ব পর্যন্ত। (তিরমিযী)
* জিহাদের ময়দানে ভীষণ লড়াই চলাকালে। (আবু দাউদ)
* শেষ রাতে; বিশেষতঃ জুম্আর রাতে। (তিরমিযী)
* ফরজ নামাজের পরেই। (তিরমিযী)
* সিজদারত অবস্থায়। (তিরমিযী)
* লাইলাতুল ক্বদর, লাইলাতুল বরাত ও দু’ঈদের রাতে। (আবু দাউদ)
* হজ্জের রাতে। (আবু দাউদ)
* তাহাজ্জুদ নামাজের পরে শেষ রাতের দিকে।

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India